আজকের বার্তা
আজকের বার্তা

ভান্ডারিয়ার আমাদের পথচলা সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠিত


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২ ১:৩১ অপরাহ্ণ ভান্ডারিয়ার আমাদের পথচলা সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠিত
Spread the love

‘খাঁটি পণ্যই ঔষধ’ এই শ্লোগান ধারন করা পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার আমাদের পথচলা নামক সংগঠনটির বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার রাতে সংগঠনের নিজ কার্যালয়ে ভিটাবাড়িয়া ইউনিয়নের আমাদের পথচলা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রফিকুল ইসলাম মিলন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম ফারুকী, বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিধান চক্রবর্তী, ভিটাবাড়িয়া নুরজাহান হাবিব বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিব কুমার মজুমদার, আজাহারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলা উদ্দিন আহম্মেদ, ইউপি সদস্য সওকত হোসেন সোহাগ ও আমাদের পথচলা সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খলিফা প্রমূখ।

 

বক্তারা সয়াবিন ও পাম তৈল সেবনে মানব দেহে বিভিন্ন ক্ষতিকর দিক ও খাঁটি সরিষার তৈল সেবনে শরীরিক উন্নতির নানান উপকারীতার উপরে বিস্তারিত আলোচনা করেন।

উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের শহীদ মিজান মার্কেটে অবস্থিত আত্মনির্ভরশীল এ সংগঠনটির সদস্যরা দৈনিক অতিরিক্ত খরচ থেকে ১০ টাকা বাঁচিয়ে সপ্তাহে ৭০ টাকা করে নিজ নামের পাস বইতে জমা করেন। সদস্যদের এ জমাকৃত টাকার থেকে বর্তমান বছরের শুরুর দিকে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা দিয়ে একটি সরিষা ভাঙ্গার মেশিন ও কিছু সরিষা ক্রয় করেন, তারপরে সেই মেশিন দিয়ে সরিষা ভাঙ্গিয়ে তৈরি করেন খাঁটি সরিষার তৈল আর নিজ সংগঠনের নিজস্ব মেশিনে উৎপাদিত খাঁটি সরিষার তৈল সদস্যরা নিজেরাই ৩২০ টাকা ধরে কেজি ক্রয় করেন।

 

সদস্যরা সহ এলাকার চাষিরা ওই সরিষার উচ্ছিষ্টা অংশ খৈল গো খাদ্য হিসাবে এবং কৃষিপণ্যতে ব্যবহার করেন। এই খৈল এবং খাঁটি সরিষার তৈল বিক্রি করে যে লভ্যাংশ আসে তা আনুপাতিক হারে প্রত্যেক সদস্যরা পেয়ে থাকেন। বর্তমানে সংগঠনের লভ্যাংশ সহ মূলধন প্রায় ১০ লাখ টাকার উপরে। অনুষ্ঠান শেষে বিগত বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়।

 

মোঃ সামসুল ইসলাম আমিরুল/ভান্ডারিয়া