আজকের বার্তা
আজকের বার্তা

বরগুনায় মধ্যরাতে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২ ১:০৬ অপরাহ্ণ বরগুনায় মধ্যরাতে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Spread the love

তরিকুল ইসলাম রতনঃ বরগুনা সদর উপজেলার চৌমুহনী নতুন বাজারে ইসলামিয়া সু-হাউজে মধ্যরাতে দুর্বৃত্তরা দোকান ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ অক্টোবর) মধ্যরাতে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চৌমুহনী নতুন বাজারে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী দোকানদার কামাল হোসেন অভিযোগ করেন, আমি চৌমুহনী নতুন বাজারে ২০০৮ সাল থেকে দোকান ঘর ইসলামিয়া সু-হাউস ব্যবসার পরিচালনা করে আসছি। পুরাতন দোকান ঘর ভেঙ্গে নতুন করে কাজ শুরু করি। প্রয়োজনীয় বিভিন্ন দোকান ঘরের মালামাল দোকানের সামনে রাখা হয়। আরতি সংকটের কারণে কাজটি সম্পূর্ণ করতে পারিনি এখন। কিছুদিন ধরে স্থানীয় মো. ছগীর চৌকিদার ও মো. খোকন চৌকিদার আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিন চার দিন ধরে আমাকে খুব পরিমাণ চাপ সৃষ্টি করেন। টাকা না দিলে দোকানের মালামাল নিয়ে যাব এখানে দোকান করতে পারবে না।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, চুরি হওয়া দোকানের মালামাল পুলিশ উদ্ধার করে স্থানীয় মেম্বারের কাছে জমা রােখেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।