আজকের বার্তা
আজকের বার্তা

দৌলতদিয়া যৌনকর্মীদের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১ ৩:০৭ অপরাহ্ণ দৌলতদিয়া যৌনকর্মীদের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ
Spread the love
বার্তা ডেস্ক ॥
আসন্ন ঈদকে সামনে রেখে করোনাকালে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনকর্মীদের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যৌনপল্লী এলাকায় ঢাকা রেঞ্জের ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের সার্বিক ব্যাবস্থাপনায় যৌনপল্লীতে কর্মরত ১৩শ কর্মীর মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় যৌনকর্মীদের মধ্যে চাল, সয়াবিন তেল, ডাল, চিনি, সেমাই, দুধ, আলুসহ বিভিন্ন উপকরণ তুলে দেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহউদ্দীন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, দৌলতদিয়া অসহায় নারী ঐক্যের সভানেত্রী ঝুমুর বেগম উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, গত বছর করোনার শুরুর থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান স্যারের পক্ষ থেকে পল্লীর বাসিন্দাদের জন্য বেশ কয়েকবার খাদ্য সহায়তা প্রদান করা হয়। করোনার দ্বিতীয় ঢেউতে স্যারসহ পুলিশের অনেক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। স্যার সুস্থ্ হয়েই উপহার পাঠিয়েছেন। খাদ্য সহায়তা পেয়ে দৌলতদিয়ার যৌনকর্মীরা বলেন, করোনাকালীন সময়ে যৌনকর্মীদের পাশে থেকে বেশ কয়েকবার খাদ্য সহায়তা প্রদান করেছে পুলিশ। দৌলতদিয়া যৌনপল্লীতে শৃঙ্খলা ফেরানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এই পল্লীর বাসিন্দাদের সর্বোচ্চ সুবিধা প্রদান করছে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি। করোনার শুরুতে তিনি এবং উত্তরণ ফাউন্ডেশন বেশ কয়েকবার ত্রাণ সহায়তা পৌছে দিয়েছিলো।  খাদ্য ও ঈদ সামগ্রী পেয়ে বাংলাদেশ পুলিশ ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পল্লীর বাসিন্দারা।