আজকের বার্তা
আজকের বার্তা

ইসরায়েলজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১ ৩:০৭ অপরাহ্ণ ইসরায়েলজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক
Spread the love
বার্তা ডেস্ক ॥
দিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দখলদার ইসরায়েলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিমোনা পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানলে পরিণতি কী হতে পারতো না নিয়ে আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট। তাতে বলা হয়েছে, গতরাতের ক্ষেপণাস্ত্রটির আঘাতের স্থানটি যদি দিমোনা পরমাণু স্থাপনা হতো তাহলো আজ ইসরায়েলের জনজীবন স্বাভাবিক থাকত না। একটি ক্ষেপণাস্ত্রের আঘাতই ইসরাইলের জন্য আসন্ন বড় বিপদের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে তাতে মন্তব্য করা হয়েছে। পত্রিকাটি আরও লিখেছে, দিমোনা পারমাণবিক কেন্দ্রের কাছের এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা সব বিপদকে একসঙ্গে স্মরণ করিয়ে দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, আজ (বৃহস্পতিবার) ভোরের দিকে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ওই মুখপাত্র জানান, সিরিয়ার দীর্ঘপাল্লার এসএ-৫ ক্ষেপণাস্ত্র ছিল এটি এবং রাশিয়ার এস-২০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা ছোঁড়া হয়। দিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও নতুনকরে প্রশ্ন উঠেছে। কারণ এবার সিরিয়ার ক্ষেপণাস্ত্রটিকেও ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা।-পার্সটুডে