আজকের বার্তা
আজকের বার্তা

আগৈলঝাড়ায় আড়াই মাস পর স্কুল ছাত্রী উদ্ধার


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২ ১২:৩৫ অপরাহ্ণ আগৈলঝাড়ায় আড়াই মাস পর স্কুল ছাত্রী উদ্ধার
Spread the love

বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী অপহরণের প্রায় আড়াই মাস পর অপহরনকারীর বাড়ি থেকে অপহৃতাকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উদ্ধারকৃত ছাত্রীকে জবানবন্দি প্রদানের জন্য আদালতে এবং ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

মামলার তদন্তকারী অফিসার এসআই মো. তারিকুল ইসলাম জানান, গত ১আগষ্ট সকালে আগৈলঝাড়া উপজেলার ১নং ব্রীজ এলাকা থেকে গৌরনদী উপজেলার বাঙ্গিলা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে স্কুল ছাত্রী নুসরাত জাহান জেরিনকে (১৬) গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের কামাল মাঝির ছেরে কামরুল মাঝি (২৩) তার লোকজন নিয়ে অপহরণ করে।

 

অপহরণের ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ বিভিন্ন স্থানে অপহৃতাকে উদ্ধারে অভিযান চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ২মাস ১৩দিন পর বৃহস্পতিবার রাতে অপহরণকারী কামরুলের বাড়ি থেকে অপহৃতা ছাত্রী নুসরাত জাহান জেরিনকে উদ্ধার করে পুলিশ।

 

তদন্তকারী কর্মকর্তা আরও জানান, অপহরনকারী কামরুল মাঝি গত মঙ্গলবার (১১অক্টোবর) অপহরণ মামলায় স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

 

তপন বসু/আগৈলঝাড়া