বরিশালের মেহেন্দিগঞ্জে মা ইলিশ সংরক্ষন অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করায় অভিযানের ৭ দিনে বিভিন্ন মেয়াদে ৫১ জন জেলেকে কারাদন্ড ও ১২ জেলেকে ৫০০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ নূরুননবী।
দক্ষিণাঞ্চলের বৃহত্তম উপজেলা মেহেন্দিগঞ্জ ছোটবড় ১৩ টি নদী নিয়ে বেষ্টিত মিঠাপানির এই ইলিশের অভয়শ্রম দীপাঞ্চল উপজেলা। জেলেরা মানছেনা তাদের মৎস্য শিকারের নিষেধাজ্ঞা।উপজেলার দুটি থানায় প্রতিদিন ১২ টি অভিযানের টিম নামলেও ঠেকাতে পারছেনা অসাধু মৎস্য শিকারী দের। এযাবৎ ২ লক্ষ ৭৮ হাজার মিটার জাল পুরলেও থেমেনেই জেলে পল্লির মানুষগুলো।
গতবুধবার গভীর রাতে সিন্নিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেনী পরুয়া ৩ ছাত্র আশিক সোহাগ ও রাজিব কে ইলিশ শিকারে নদীতে জালপাতা অবস্থায় আটক করে মেহেন্দিগঞ্জ মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন।কামাল হোসেন বলেন ১২ টি টিম নামাতে তাদের প্রতিদিন ৩০ হাজার টাকার মত খরচ হয় কিন্তু বরাদ্দের পরিমান কম হওয়াতেও তাদের অভিযান পরিচালনা কিছুটা ব্যাহত হয়।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুননবী মা ইলিশ সংরক্ষন পরিচালনায় শক্ত ভুমিকায় বলে এখন পর্যন্ত বহাল তিনি স্থানীয় চেয়ারম্যান মেম্বার চৌকিদার সবাইকে অভিযান সফল করার আহবান জানান।
মনির দেওয়ান/মেহেন্দিগঞ্জ