বরিশালের আগৈলঝাড়ায় যাত্রীবাহি দুটি বাস পরস্পরকে সাইড দিতে গিয়ে লোকাল বাস পাশ্বর্তি জমিতে পরে। ওই বাসের নারী ও শিশুসহ ২৫ জন যাত্রী আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত যাত্রী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে পয়সারহাট থেকে বরিশালের উদ্যেশ্যে ছেড়ে আসে যাত্রীবাহি শাওন-সাগর লোকাল বাসটি। এদিকে সকালে ঢাকা থেকে ছেড়ে আসা গ্লোবাল পরিবহনটি পথিমধ্যে পৌনে এগারাটার দিকে আগৈলঝাড়ার ফুল্লশ্রী বাইপাস এলাকায় পরস্পরকে সাইড দিতে গিয়ে লোকাল বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ্বর্তি জমিতে নেমে যায়।
খবর পেয়ে পুলিশের এসআই মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এসআই শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে আহত ২০/২৫ জনকে বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে আমবৌলা গ্রামের কাওসার হাওলাদারের ছেলে হযরত হাওলাদারে (১৯) হাত ভেঙ্গে অন্যান্য সমস্যা দেখা দিয়েছে। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হসপাতালে প্রেরন করা হয়েছে
তপন বসু/আগৈলঝাড়া