আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় এ কর্মসুচী পালন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। পরে ইউএনও এসএম সাদিক তানভীর এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হোসাইনের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খাঁন, মোঃ রফিকুল ইসলাম রিপন, মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, অ্যাড, এইচএম মনিরুজ্জামান মনির ও উপজেলা সিপিপির টীম লিডার মোঃ রুস্তম আলী ফকির প্রমুখ।
মোঃ জসিম উদ্দিন সিকদার/আমতলী-বরগুনা