আজকের বার্তা
আজকের বার্তা

পুলিশের গাড়িতে ছিনতাই, টাকা-মোবাইল নিয়ে হাওয়া!


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২ ১২:৩১ অপরাহ্ণ পুলিশের গাড়িতে ছিনতাই, টাকা-মোবাইল নিয়ে হাওয়া!
Spread the love

রাজধানীতে কাজ সেরে ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ছিনতাইকারীর কবলে পড়ে বগুড়া পুলিশের একটি দল। এসময় ছিনতাইকারী গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও কিছু টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

 

বুধবার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল গণমাধ্যমে বলেন, ‘বগুড়া পুলিশের একটি টিম ঢাকা থেকে ফেরার পথে কড্ডার‌ মোড় এলাকায় পৌঁছলে রাত আড়াইটার দিকে ৩-৪ জন ছিনতাইকারী গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও কিছু টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। মামলার প্রস্তুতি চলছে।’

 

তবে এই বিষয়ে হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার সংবাদমাধ্যমে বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। আমাদের হাইওয়ে পুলিশের সঙ্গে এমন ঘটনা ঘটেনি।’

 

অন্যদিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোছাদ্দেক হোসেন বলেন, ‘পুলিশের গাড়িতে ছিনতাই বা ডাকাতির কোনো ঘটনাই আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে জানাবো।’