আজকের বার্তা
আজকের বার্তা

ফলোয়ার কমায় ক্ষমা চেয়ে যা জানালো ফেসবুক


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২ ১২:২৭ অপরাহ্ণ ফলোয়ার কমায় ক্ষমা চেয়ে যা জানালো ফেসবুক
Spread the love

ফেসবুক পেজ কিংবা ব্যক্তিগত একাউন্ট থেকে হঠাৎ কমতে শুরু করেছে ফলোয়ার সংখ্যা। বুধবার সকাল থেকেই বাংলাদেশের অনেকেরই ফেসবুকে ব্যবহারকারীদের ফলোয়ার কমে অর্ধেক বা তারও কম হতে দেখা গেছে।

 

এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ারের সংখ্যাও কমতে দেখা গেছে। রহস্যজনকভাবে ফলোয়ার সংখ্যা কমায় বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন ফেসবুকের একজন মুখপাত্র।

 

গণমাধ্যমে এই মুখপাত্র বলেন, ‘বেশ কিছু ইউজার ফেসবুক প্রোফাইলে অসঙ্গত ফলোয়ার সংখ্যা দেখার বিষয়ে আমরা অবগত রয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি এবং এ অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।’

 

এদিকে, ফেসবুকে ফলোয়ার কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অসংখ্য ফেসবুক ব্যবহারকারী। দেশ থেকে বিতাড়িত লেখিকা তসলিমা তাসরিন নিজের টুইটার হেন্ডেল থেকে এক টুইটে লেখেন, ‘ফেসবুক একটি সুনামি তৈরি করেছে, যা আমার প্রায় ৯ লাখ ফলোয়ারকে নিশ্চিহ্ন করে দিয়েছে এবং তীরে রেখে গেছে মাত্র ৯০০০ ফলোয়ারকে। আমি ফেসবুকের রসিকতা উপভোগ করছি।’