আজকের বার্তা
আজকের বার্তা

১০ বছর পর পাকিস্তানে মালালা


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২ ১২:২৩ অপরাহ্ণ ১০ বছর পর পাকিস্তানে মালালা
Spread the love

তালেবান হামলার ১০ বছর পর গতকাল মঙ্গলবার জন্মভূমি পাকিস্তানে গেছেন মালালা ইউসুফজাই। বন্যায় বিপর্যস্ত দেশটির মানুষের সঙ্গে দেখা করবেন সর্বকনিষ্ঠ এ নোবেল বিজয়ী। সঙ্গে তাঁর মা-বাবাও রয়েছেন।

তাঁদের এ সফর ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এক দশক আগে তালেবানের গুলিতে আহত হয়ে দেশ ছাড়ার পর দ্বিতীয়বারের মতো পাকিস্তানে গেলেন তিনি। খবর জিও নিউজের।

জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোয়। এ বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করছেন নোবেল বিজয়ী ও নারীশিক্ষার এই ক্যাম্পেইনার।

তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন মালালা ফান্ড এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিকে এ ফান্ডের মাধ্যমে সহযোগিতা করা হবে। এমন এক সময়ে মালালা পাকিস্তানে গেছেন, যখন তাঁর শহর মিনগোরাতে ফের মাথাচাড়া দিয়েছে তালেবানি শাসন। প্রতিবাদে পথে নেমেছেন মালালারই স্কুলের শিক্ষার্থীরা। ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যায়।