আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে ট্রলিচাপায় পথচারী নিহত


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ বরিশালে ট্রলিচাপায় পথচারী নিহত
Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর দক্ষিণ পলাশপুর শের-ই বাংলা সড়কে পাথরবোঝাই ট্রলির চাপায় তাজউদ্দিন আহমেদ নয়ন (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

 

নগরীর কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, পলাশপুর এলাকায় চলমান সড়ক নির্মাণের জন্য একটি ট্রলিতে পাথর নেয়া হচ্ছিল। দক্ষিণ পলাশপুর শের-ই বাংলা সড়কের সন্মুখে অসাবধানতাবশত পথচারী নয়নকে চাপা দেয় ট্রলিটি। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ সময় ঘাতক ট্রলিটি আটক করা হয়। তবে দুর্ঘটনা পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।

জেলার সংবাদ এর আরো খবর