ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ৬৭নং ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার কামাল হোসেন মুফতি, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন খলিফা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ১২ দিন এবং কমিউনিটি ভিত্তিক ১ দিন সহ মোট ১৩ দিন এ কার্যক্রম চলবে। উপজেলায় মোট ১৬৭২০ ডোজ টিকার লক্ষমাত্রা থাকলেও প্রথম পর্যায়ে টিকা পৌঁছেছে ৩৫০০ ডোজ।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার কামাল হোসেন মুফতি জানান, শিশুদের জন্য বিশেষ ভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিউনিটি টিকা দেওয়া হবে। প্রথম পর্যায়ে ৩৫০০ ডোজ টিকা পৌঁছেছে পর্যায় ক্রমে আরো আসবে।
মোঃ মামুন হোসেন/ভান্ডারিয়া