বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (২৭) নামের এক যুবককে ২০০ পিস ইয়াবাসহ আটক করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাট সড়কের সাহেদা-গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। সাইফুল কালাইয়া ইউনিয়নের বাজেসন্দীপ গ্রামের বাশার মোল্লার ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সুত্রে খবর পেয়ে ওই এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশ। এ সময় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে সাইফুল ইসলামকে আটকের পর তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, এ ঘটনায় সাইফুল ইসলামকে বিবাদী করে ডিবির উপ-পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামী সাইফুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরেফিন সহিদ/বাউফল প্রতিনিধি