আজকের বার্তা
আজকের বার্তা

সিদ্ধিরগঞ্জে স্ত্রী’র পর স্বামীর লাশ দাফনেও সেই খোরশেদ  


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১ ১২:৫৮ অপরাহ্ণ সিদ্ধিরগঞ্জে স্ত্রী’র পর স্বামীর লাশ দাফনেও সেই খোরশেদ  
Spread the love
বার্তা ডেস্ক ॥
করোনা সংক্রমণের পর গত বছর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের মরদেহ দাফন বা সৎকার নিয়ে ভীতির সৃষ্টি হয়েছিল। তখন মরদেহ দাফন বা সৎকারে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। সহযোগীদের নিয়ে গঠন করেন ‘টিম খোরশেদ’। বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার বাসিন্দা লাল মিয়া(৬৮) করোনা আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংক্রমণের ঝুঁকি থাকায় তার পরিবার ‘টিম খোরশেদ’কে লাশ দাফনের আহ্বান জানান। খবর পেয়ে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার টিম বুধবার(২১ এপ্রিল) দিবাগত রাতে মরহুমের গোসল ও জানাজা সম্পন্ন করে ফজরের নামাজের পর সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি কবরস্থানে লাশ দাফন করেন। এসময় কাউন্সিলর খোরশেদ ও তার টিমের হাফেজ শিব্বির, হাফেজ রিয়াদ, রানা, নাহিদ, কামরুজ্জামান, নাহিদ, শহীদ, আশরাফুল, নীরব, সুমন প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে গত বছর লাল মিয়ার স্ত্রী করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর লাশ দাফন করেন ‘টিম খোরশেদ’।