আজকের বার্তা
আজকের বার্তা

বাউফলে আ’লীগ অফিস দখলের অভিযোগ


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২ ১২:৪৮ অপরাহ্ণ বাউফলে আ’লীগ অফিস দখলের অভিযোগ
Spread the love

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়ন আওয়ামীলীগের অফিস দখলের অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় বাউফল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলামের নেতৃত্বে মেয়র সমর্থিত অর্ধশতাধিক ছাত্রলীগ কর্মী অফিসটি দখল করে নেন বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১৬ বছর আগে বিলবিলাস বাজারের হুমায়ন আহমেদ ও রাসেল এর কাছ থেকে মাসিক ভাড়া পরিশোধের চুক্তিতে ঘর ভাড়া নিয়ে দলীয় অফিস পরিচালনা করে আসছেন সংসদ সদস্য আসম ফিরোজ এমপি সমর্থিত আওয়ামীলীগের নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থিত সদর ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান জাহিদুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রলীগ কর্মী অফিসটি দখলে নেয়। এরপর সেখানকার দলীয় সাইনবোর্ড নামিয়ে মেয়রের ছবি সম্বলিত নতুন আরেকটি সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়।

বাউফল সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমান বিকাশ বলেন, প্রায় ১৬ বছর আগে আমরা ঘরটি ভাড়া নেই। এখন প্রতিমাসে আড়াই হাজার টাকা ভাড়া দেই। অফিস দখলের পর চেয়ারম্যানের লোকজন পুরানো সাইনবোর্ড নামিয়ে মেয়রের ছবি সম্বলিত আরেকটি নতুন সাইনবোর্ড টানিয়ে দেয়। অফিসের ভেতরে থাকা আসম ফিরোজ এমপি সাহেবের ছবি ও আসবাবপত্র ভাংচুর করা হয়। ৎ

বাউফল সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটু মোল্লা বলেন, চেয়ারম্যান জাহিদুল ইসলাম আওয়ামীলীগ করেন না। তার কোন পদপদবী নেই। আওয়ামীলীগের একটি পক্ষ ও বিএনপি জামায়াতের সমর্থন নিয়ে তিনি বিগত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার তিনি জোড়পূর্বক আমাদের অফিস দখলে নিয়ে এমপি সাহেবের ছবি নামিয়ে মেয়র সাহেবের ছবি টানিয়েছেন।

অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনার বিষয়ে আমার কিছুই জানা নেই।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখনও কোন লিখিত অভিযোগ আসেনি।

আরেফিন সহিদ/বাউফল প্রতিনিধি