অধিকৃত পশ্চিম তীরে সংঘর্ষ চলাকালীন দুই ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরাইলি সামরিক বাহিনী। শনিবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।
এতে বলা হয়, ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করে জানিয়েছে, শনিবার জেনিন শহরে ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে ইসরাইলি সেনাবাহিনী এক টুইট বার্তায় বলেছে, সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক ও মলতোভ ককটেল নিক্ষেপ করে কয়েক ডজন ফিলিস্তিনি। পাশাপাশি গুলিও চালায় তারা। পরে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা সশস্ত্র সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুজন নিহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলি সৈন্যদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত এবং ১১ জন আহত হয়েছেন। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কোনো মন্তব্য পাওয়া যায়নি।