দেশে ইলিশের উৎপাদন বেড়ে দ্বিগুণ হয়েছে। এতে করে দেশের চাহিদা এমন মেটানো যাচ্ছে, তেমনি রপ্তানিও বেড়েছে আগের চেয়েও বেশি। এখন বছরে প্রায় ৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হচ্ছে, যার বাজারমূল্য দুই বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
কয়েক বছর আগেও যেখানে ইলিশ বিলুপ্ত হওয়ার আশঙ্কা ছিল, সেখানে এখন পাওয়া যাচ্ছে ৩ কেজি ওজনের ইলিশ। সম্প্রতি শুরু হওয়া ইলিশ শিকারে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা মানতে জেলেরা বাড়ি ফিরেছেন। চার ভাগে বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৪৮ দিনই মাছ ধরতে পারেন না জেলেরা। এখন মূলত বাংলা সনের আশ্বিন মাসের শেষ পূর্ণিমা এবং আসছে কার্তিকের অমাবস্যা ও পূর্ণিমার জোয়ার সামনে রেখেই ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে।
এর আগে অবশ্য মার্চ ও এপ্রিল মাসে ৬০ দিনের নিষেধাজ্ঞা ছিল। মৎস্য গবেষকদের মতে, দেড় দশক আগে নির্বিচারে মা ইলিশ এবং জাটকা নিধনের কারণে সাগরে ও নদীতে ইলিশ মাছের তীব্র সংকট দেখা দেয়। এমনকি ইলিশ বিলুপ্তের শঙ্কার সৃষ্টি হয়। এ অবস্থায় নিষেধাজ্ঞার ফলে গত এক দশকে ইলিশের উৎপাদন বেড়ে এখন ৬ লাখ মেট্রিক টনের কাছাকাছি।