আজকের বার্তা
আজকের বার্তা

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে সংবর্ধনা


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে সংবর্ধনা
Spread the love

স্টাফ রিপোর্টারঃ সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স এ্যাওয়ার্ড ২০২২ অর্জন করায় শহীদ আবদুর রহমান সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের ৩য় তলার হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের বার্তার প্রকাশক কাজী মেহেরুন্নেসা বেগম, নুরুল আলম ফরিদ, এস এম আমজাদ হোসাইন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, শাহজাহান হাওলাদার, মুরাদ আহমেদ, রাহাত খান, এম জহির, কাজী আল মামুন, জিয়া শাহীন, পুলক চ্যাটার্জি, সাইদুর রহমান মিরন, গিয়াসউদ্দিন সুমন প্রমখ।

এছাড়া মুলাদী, হিজলা, বানারীপাড়া, গৌরনদী, বাবুগঞ্জ, উজিরপুর প্রেসক্লাবের সভাপতিরা বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য গোপাল সরকার, খান রফিক দেবাশিস চক্রবর্তী, মাহমুদ হোসেন চৌধুরী, মোফাজেল হোসেন, জিয়াউদ্দিন বাবু, জাকির হোসেন, বেলায়েত বাবলু, জে খান স্বপন, মিরাজ আহমেদ, সুমন চৌধুরী, এস এম তুষার, খান রুবেল সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলার সংবাদ এর আরো খবর