আজকের বার্তা
আজকের বার্তা

বাউফলে টেকসই বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২২ ১:২৭ অপরাহ্ণ বাউফলে টেকসই বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন
Spread the love

বাউফল প্রতিনিধিঃ তেঁতুলিয়া নদীর ভাঙণ থেকে রক্ষার দাবীতে মানববন্ধন করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের মানুষ। শনিবার প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ ওই মানববন্ধনে অংশ নেন নাজিরপুর ইউনিয়নের কয়েকহাজার মানুষ।

এ সময় শিশুদের হাতে নানা রকম শ্লোগাণ লেখা প্লাকার্ড দেখা যায়। মানববন্ধনে এলাকাবাসী তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙন থেকে তাদের রক্ষার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তোলেন। এ সময় এলাকাবাসীর পক্ষে নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মহসীন, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক জসীম উদ্দিন, ব্যবসায়ী সেলিম মাতুব্বর ও আবুল মীর বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সম্প্রতি তেঁতুলিয়া নদীর আগ্রাসন ভয়াবহ রূপ ধারণ করেছে।

তেঁতুলিয়ার ভয়াবহ ভাঙনে শতশত একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করলে নাজিরপুরের শতশত বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির নদীতে বিলীন হয়ে যাবে। নদী ভাঙন এতোটাই প্রবল যে যেকোন সময় হারিয়ে যাবে নাজিরপুর ইউনিয়নের চিহ্ন। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরেফিন সহিদ/বাউফল