আজকের বার্তা
আজকের বার্তা

আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২২ ১:২০ অপরাহ্ণ আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
Spread the love

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, শনিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের দেবাশীষ বাড়ৈর সাথে তার চার বছরের ছেলে দেবজিৎ বাড়ৈ বাড়ির উঠানে খেলা করছিল। ছেলের খেলার মধ্যে দেবাশীয় কিছু সময় অন্যদিকে মন দিলে সেই ফাকে দেবজিৎ বাড়ির পুকুরে ডুবে যায়।

শিশু দেবজিৎ বাড়ৈকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজে অবশেষে বাড়ির লোকজন পাশের পুকুরে দেবজিৎকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, পানিতে পরে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মৃত্যু বরন করেছে।

তপন বসু/আগৈলঝাড়া