আজকের বার্তা
আজকের বার্তা

বরিশাল প্রেসক্লাবের প্রয়াত কোষাধ্যক্ষ মোশাররফ হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২২ ২:২১ অপরাহ্ণ বরিশাল প্রেসক্লাবের প্রয়াত কোষাধ্যক্ষ মোশাররফ হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত
Spread the love

স্টাফ রিপোর্টারঃ দৈনিক আজকের বার্তার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোশাররফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার বাদ আসর শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুতে মোশাররফ হোসেনের স্মারনে এক মিনিট নিরবতা পালন করা হয়।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, এস এম আমজাদ হোসাইন, গোপাল সরকার, এনায়েত হোসেন, কাজল ঘোষ।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেসা বেগম, যুগ্ম সম্পাদক এম জহির, ক্রীড়া সম্পাদক আরেফিন তুষার, কার্যনির্বাহী কমিটির সদস্য এম মোফাজেল, সুমন চৌধুরী, সদস্য জিয়াউদ্দিন বাবু, জাকির হোসেন, বেলায়েত বাবলু, এম মিরাজ হোসাইন, জে খান স্বপন, শাহজাহান হাওলাদার, কাজী রাব্বী, রেদোয়ান রানা সহ প্রমুখ।

জেলার সংবাদ এর আরো খবর