স্টাফ রিপোর্টারঃ স্বৈরাচারী অগণতান্ত্রিক ভোটার বিহীন সরকার পতনের এক দফা আন্দোলনকে আরো গতিশীল করার লক্ষে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় বরিশাল জেলা বিএনপির সহযোগী সংগঠন বরিশাল সদর উপজেলা কাশিপুর ইউনিয়ন শ্রমিকদল নতুন কমিটি গঠন করার মাধ্যমে আরো শক্তিশালি করা হচ্ছে বলে প্রধান বক্তা জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলাম একথা বলেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে শ্রমিকদলের গঠনতন্ত্র অনুযায়ি প্রকাশ্য সমর্থনের মাধ্যমে সভাপতি,সম্পাদক সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বরিশাল সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম আকনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ বাবুল হাওলাদারের সঞ্চলনায় মতবিনিময় সভা ও নতুন কমিটি অনুমোদন দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদল সহ-সাধারন সম্পাদক এম.জি ফারুক।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিকদল ভারপ্রাপ্ত সভাপতি আঃ হক ফরাজী, সিনিয়র সহ-সভাপতি আঃ রব হাওলাদার,মোঃ নান্নু মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ কামাল, লিটন, কালাম, তারেক, ইব্রাহিম মাসুম, হান্নাননুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন তালুকদার,আফজাল, বেল্লালসোহরাব ও মানিক প্রমুখ। সভা শেষে প্রকাশ্য সমর্থনে সদর উপজেলা কাশিপুর ইউনিয়নে মোঃ জাহাঙ্গির হোসেন সরদারকে সভাপতি ও আনোয়ার হোসেন মানিককে সাধারন সম্পাদক করা হয়। এছাড়া মোঃ সোহেল কাজী সিনিয়র সহ-সভাপতি,সহ-সভাপতি আব্দুল মন্নান,যুগ্ম সম্পাদক বাবুল মৃধা ও পার্থ সারথি দাশকে সাংগঠনিক সম্পাদক সহ ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।