আমতলী প্রতিনিধিঃ নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে ইলিশ শিকারে প্রস্তুতি নেওয়ার অপরাধে তালতলী চার জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন মোঃ জাহাঙ্গীর, মোঃ মোশাররফ, মোঃ দেলোয়ার মাতুব্বর ও মোঃ সোলাইমান। দন্ডপ্রাপ্তদের সকলের বাড়ি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে। অপর দিকে আমতলী উপজেলা মৎস্য বিভাগ পায়রা নদীতে অভিযান চালিয়ে আট হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
অপর দিকে আমতলী উপজেলা মৎস্য বিভাগ পায়রা নদীতে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। দুই উপজেলার জব্দ করা ১০ হাজার মিটার কারেন্ট জাল শুক্রবার সকালে পুড়িয়ে ফেলা হয়েছে।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম বলেন, ইলিশ শিকারে প্রস্তুতি নেয়ার অপরাধে ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর চার জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, পায়রা নদীতে অভিযান চালিয়ে আট হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ওই জাল পুড়িয়ে ফেলা হয়।
মোঃ জসিম উদ্দিন সিকদার/আমতলী