আজকের বার্তা
আজকের বার্তা

হিজলায় পানিতে পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২২ ১:৩৪ অপরাহ্ণ হিজলায় পানিতে পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু
Spread the love

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় পানিতে পড়ে ১০ মাসের শিশুর মৃত্যুর হয়েছে। শিশুটি গৌরবদী ইউনিয়নের মান্দ্রা চরকুশরিয়া গ্রামে আরিফ বাগার মেয়ে আছিয়া। বৃহস্পতিবার দুপুরে অনন্য বাচ্চাদের সাথে খেলার মাঝে বাড়ির নালার জলাশয়ে পড়ে তার মৃত্যু হয়।

জানাযায়, মৃত শিশুর বাবা আরিফ বাগা জানায় দুপুরে আছিয়া তার খালা মনি ছামিয়া (৯) সাথে বাড়ির উঠানে খেলা করছিল। তখন তার খালা উঠানে রেখে ঘরে চলে যায়। কিছুক্ষন পড়ে এসে আছিয়াকে না দেখতে পেয়ে ডাকচিৎকার দেয়। পরে স্থানীয় লোকজন এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে বাড়ির পুকুরে পানিতে দেখতে পায়। পরে আছিয়াকে হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে নিয়ে আসলে কমর্রত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় হিজলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরে উর্দ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শিশুটির মৃত দেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে।