হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে ১ম দিনে ৬ জেলেকে আটক করছে নৌ পুলিশ ও কোষ্টগার্ড । তারা হলেন সাইফুল মল্লিক (৩০) মোঃ নাজমুল সিকদার(২৫) মোঃ নুরুল ইসলাম তালুকদার(২৭) মোঃ কাউছার মোল্লা (২৫) মোঃ মিরাজ (১৬) মোঃ ইমরান (১৫)।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে জানান, রাত ১২ টার পরে মেঘনা নদীতে মা ইলিশ শিকার নিষিদ্ধ থাকার পরে এসব অসাধু জেলেরা ইলিশ শিকার করছে। তাই নৌ পুলিশ ও কোষ্টগার্ড যৌথভাবে মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে হস্তান্তর করি।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার বলেন, সরকারের আইন অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে আটকৃত ৬ জেলের ৪ জনকে ১ বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বাকি ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিবারের নিকট মুচলেখার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।