আজকের বার্তা
আজকের বার্তা

কলাপাড়ায় গরু চুরির মামলায় যুবদল নেতা গ্রেফতার


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২২ ১:০১ অপরাহ্ণ কলাপাড়ায় গরু চুরির মামলায় যুবদল নেতা গ্রেফতার
Spread the love

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এবং মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মো: মোস্তাফিজুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত নয়টায় কলাপাড়া থানা পুলিশ তাঁকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।

কলাপাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. হারুন অর রশিদ জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করে। নির্বাচনের পর আওয়ামী লীগ প্রার্থীর এক সমর্থকের গরু কে বা কারা রাতের বেলা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় কলাপাড়া থানায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। ওই মামলায় শত্রুতাবশত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমানকে আসামি করা হয়। আসলে মোস্তাফিজকে রাজনৈতিকভাবে হয়রানী করার জন্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো: জসীম জানান, মোস্তাফিজের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

মেজবাহউদ্দিন মাননু/কলাপাড়া