কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য ও পরিচালক কর্নফুলী ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও টকশো ব্যক্তিত্ব মোঃ মনিরুজ্জামান মনির। তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ আওয়ামীলীগ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে ত্যাগী নেতাদের মনোনয়ন দিয়েছেন। তাদের জয়ী করা আমাদের নৈতিক দায়িত্ব”।
সভায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া উপজেলা পরিসদ ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, রাজাপুর বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাবউদ্দিন শুরু, রাজাপুর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবা উদ্দিন মাসুদ রানা, কাঠালিয়া বিআরডিবির চেয়ারম্যান মোঃ কাওসার আহম্মেদ জেনিব সিকদার, আওয়ামীলীগ নেতা মোঃ নাসির মৃধা, মোঃ ছনিয়া রহমান, মোঃ মজিবর রহমান মৃধা, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ শিশির দাস, আমুয়া ইউনিয়ন পরিষদ মোঃ আমিরুল ইসলাম ফোরকান, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মামুন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার প্রমূখ। সভায় বক্তারা মহিলা সদস্য মোসাঃ জাহানারা হক ও পুরুষ সদস্য এস এম ফায়জুল আলম সিদ্দিকী ফিরোজকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য অনুরোধ জানান।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে চেঁচরীরাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় সভায় কাঠালিয়ার সাংবাদিক বৃন্দ ও জনপ্রতিনিধিরা এতে অংশ নেন।
খাইরুল আমিন ছগির/কাঠালিয়া