আজকের বার্তা
আজকের বার্তা

বাকেরগঞ্জে চাঁদা দাবির মুখে অবরুদ্ধ শিক্ষক পরিবার


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০৭, ২০২২ ১২:৪৫ অপরাহ্ণ বাকেরগঞ্জে চাঁদা দাবির মুখে অবরুদ্ধ শিক্ষক পরিবার
Spread the love

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বাকেরগঞ্জে চাঁদা দাবির মুখে অবরুদ্ধ হয়ে পরেছে একটি শিক্ষক পরিবার । ওই পরিবারটি বাসার বাহিরে বের হতে পারছেন না। শুক্রবার (৭ অক্টোবর) বিকেল ৫ টায় প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির সদর রোডস্থ সাংবাদিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার প্রতিকার চেয়ে লিখিত বক্তব্য পাঠ করেন।

বাকেরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকায় জেএল ৪৬নং ভরপাশা মৌজায়, এসএ খতিয়ান নং-৩৫৬৩, দাগ নং-১৪৬৪ এ ১৪ শতাংশ জমি তিনি ও তার ভাই ক্রয় করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। ঐ জমির উপর লোলুপ দৃষ্টি পরে একই এলাকার খোকন হাওলাদার মন্ঠুর। তিনি ঐ জমি জবর দখল করতে ব্যর্থ হয়ে বেশ কিছুদিন ধরে তিনি প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের নিকট মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছে।

২০১৪ সালে প্রধান শিক্ষক প্রথম যখন ক্রয়কৃত জমিতে বসত ঘর নির্মাণ কাজ শুরু করেন তখন এই মন্ঠু বাহীনিকে ২ লাখ টাকা চাঁদা দিয়েই বসতঘর নির্মাণ করেন। কিন্তু পূণরায় চাঁদা দাবি করলে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ৩ অক্টোবর শিক্ষকের বসত ঘরের প্রধান ফটক কাঠ বাশ দিয়ে বন্ধ করে দিলে ঐ শিক্ষকের পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে।

এছাড়াও তার বসত বাড়ির প্রাচীর ভেঙ্গে উঠান দখল করে গাছ রোপণ করে। এবিষয়ে বার বার থানা পুলিশের কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তাই তিনি প্রশাসনসহ উদ্বোতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

বায়েজিদ বাপ্পি/বাকেরগঞ্জ