আজকের বার্তা
আজকের বার্তা

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত শুশুক


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০৬, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত শুশুক
Spread the love

কলাপাড়া প্রতিনিধিঃ কুয়াকাটা সৈকতে একটি মৃত শুশুক ভেসে এসেছে। বৃহস্পতিবার সকালে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু এটি দেখতে পায়।

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে প্রায় পাঁচ কিলোমিটার দুরে এটি ভেসে এসেছে। শুশুকটির পেট ফাটা রয়েছে। মুখে জাল জড়ানো রয়েছে।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এটি জেলেদের জালে জড়িয়ে মারা যেতে পারে।

বনবিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এটি বালু চাপা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

মেজবাহউদ্দিন মাননু/কলাপাড়া