বরিশালে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্মের বয়স বৃদ্ধি আন্দোলনে রাজপথ মুখরিত। চাকরি আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবি জানিয়ে মানববন্ধন করে বরিশালের চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বরিশাল সদর রোড, টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শফিকুল ইসলাম সাগর এবং শফিক রনির নেতৃত্বে এ মানববন্ধনে অংশ নেয় বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশিরা।
তাদের সকলের একটাই দাবি উঠে এসেছে, বয়স বৃদ্ধির ক্ষেত্রে সরকার দলের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫ বছর দ্রুত সময়ে মেনে নিয়ে তার সঠিক বাস্তবায়ন করা।
এসময়ে শফিকুল ইসলাম সাগর বলেন, “বিশ্বের ১৬২টি দেশে চাকরিতে প্রবেশের বয়স ৩০/৩৫ ঊর্ধ্ব এবং এশিয়ার বিভিন্ন দেশেও এতো কম সময় চাকরি প্রত্যাশিদের বেধে দেয়া হয়নি তারা তো বেকারত্ব সমস্যায় ডুবে নেই, তাহলে আমাদের দেশে কেনো পাকিস্তানের মত ৩০ বছরেই চাকরির পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছে? ”
তিনি আরও বলেন “আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী খুবই বিচক্ষণ একজন নেত্রী তিনি অচিরেই আমাদের দাবি মেনে নিয়ে আমাদের পড়ার টেবিলে বসতে উৎসাহিত করবেন।”
উল্লেখ্য, গত ১ অক্টোবর ঢাকার শাহাবাগসহ সারাদেশে সমাবেশ ও মানববন্ধন করে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম সংগঠনটি।