২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রেঞ্চ লেখক অ্যানি এরনাক্স। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রয়্যাল সুইডিশ অ্যাকাডেমিতে অ্যানির নাম ঘোষণা করা হয়।
গত কয়েকদিনে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিদ্যা এবং রসায়নের পুরষ্কারপ্রাপ্তদের নাম ঘোষণার পর আজ সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করলো নোবেল কর্তৃপক্ষ। আগামীকাল (৭ অক্টোবর) শান্তি এবং আগামী সোমবার (১১ অক্টোবর) অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এদিকে, গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ। তার আগের বছর এ পুরস্কার পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের কবি লুইস গ্লিক।