ভোলা প্রতিনিধিঃ ভোলায় স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা উদ্বোধন করলেন বরিশাল রেঞ্জডিআইজি মোঃ আক্তারুজ্জামান। আজ শনিবার ভোলা জেলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর প্রতিযোগিতা উদ্বোধন কালে তিনি বলেন, খেলা ধুলা শরীর মন দুটোই ভালো থাকবেন আর দাবা প্রতিযোগিতা অংশ গ্রহণ করে মেধার বিকাশ ঘটে। তাই সবাই এই দাবা প্রতিযোগিতা অংশ গ্রহণ করে মেধার বিকাশ ঘটাবেন এই আহ্বান জানিয়ে তিনি সকল প্রকার খেলাধুলা অংশগ্রহণ করুন।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন সহ পুলিশের কর্মকর্তারা ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও শিক্ষকরা।