আজকের বার্তা
আজকের বার্তা

ইরানে বিক্ষোভ: ৯ ইউরোপিয়ান নাগরিক গ্রেপ্তার


আজকের বার্তা | প্রকাশিত: অক্টোবর ০১, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ ইরানে বিক্ষোভ: ৯ ইউরোপিয়ান নাগরিক গ্রেপ্তার
Spread the love

ইরান পুলিশ হেফাজতে একজন নারীর মৃত্যুর জের ধরে গড়ে ওঠা রক্তক্ষয়ী প্রতিবাদ বিক্ষোভ চলছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশের কমপক্ষে ৯ জন নাগরিকও রয়েছে।

শনিবার (১ অক্টোবর) বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যাদের আটক করা হয়েছে তারা ‘বিদেশি সংস্থার গুপ্তচর’ এবং চলমান বিক্ষোভের পেছনে তাদের হাত আছে কিংবা তারা এই বিক্ষোভে জড়িত রয়েছে।

এদিকে, কর্মকর্তারা স্পষ্ট করে বলেননি যে ইউরোপিয়ান ওই ৯ জন নাগরিককে কোথা থেকে আটক করা হয়েছে। তবে তারা দশটি উদাহরণ দিয়ে বলেছেন, প্রতিবাদে বিদেশিদের কিংবা বিদেশে থাকা বিরোধী গোষ্ঠীর ইন্ধন আছে চলমান বিক্ষোভে। আটক হওয়া এসব ব্যক্তিরা পোল্যান্ড, সুইডেন, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং নেদারল্যান্ডসের নাগরিক বলে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।