সম্প্রতি বাদুড়ের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি স্কুল তাদের হোমকামিং ড্যান্স অনুষ্ঠানই স্থগিত করেছে। সেখানকার একটি স্কুলের জিমে বাদুড় পাওয়া যাওয়ার কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, এই স্কুলে অনুষ্ঠান ছিল গত শনিবার। কিন্তু এ অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। জিমে বাদুড় খুঁজে পাওয়ার ঘটনাটি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছিল কর্তৃপক্ষ। এরপর তারা ইয়োলো কাউন্টি অ্যানিমেল কন্ট্রোল ও বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে। এরপর কর্তৃপক্ষ ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানায়, তারা ওই অনুষ্ঠানের সময় চাইলেও বাদুড়গুলো সরাতে পারবে না। ডেভিস জয়েন্ট ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ফেসবুক পোস্টে জানানো হয়, ‘দুঃখের বিষয় হলো, স্কুলে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার আর কোনো পথও আমরা খুঁজে পাইনি। আমরা এ অনুষ্ঠান পরে একসময় আয়োজন করব। শিগগিরই এ তথ্য জানানো হবে।’