আজকের বার্তা
আজকের বার্তা

এবার শেহজাদের জন্য দোয়া চাইলেন শাকিব


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ এবার শেহজাদের জন্য দোয়া চাইলেন শাকিব
Spread the love

সব জল্পনার অবসান ঘটিয়ে এবার নীরবতা ভাঙলেন ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান। নিজের ফেসবুক পেজে ছেলে শেহজাদ খান বীরের একটি আদুরে ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন তিনি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’ এদিন বুবলীও একই কথা উল্লেখ করে একটি পোস্ট দিয়ে সন্তান বীরের ছবি প্রথম প্রকাশ্যে আনেন। এতে এই একই ফেসবুক পোস্টের মাধ্যমে শাকিব ও বুবলীকে জড়িয়ে এতদিনের গুঞ্জনের সমাপ্তি ঘটল এবং ফের প্রমাণিত হলো যা কিছু রটে তার কিছু হলেও সত্য বটে!