আজকের বার্তা
আজকের বার্তা

সন্তানকে নিয়ে কাশবনে পরী


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২ ১২:২৪ অপরাহ্ণ সন্তানকে নিয়ে কাশবনে পরী
Spread the love

পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। ছেলের নাম রাজ্য।

সন্তান জন্মের পর থেকেই শুভেচ্ছায় ভাসতে থাকেন পরী। প্রায় ২ মাস হতে চলল। এরমধ্যে অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী রাজ্যকে দেখতে গিয়েছেন পরীর বাসায়। আর প্রতিটা খবরই পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন।

তবে একরাশ মুগ্ধতা ছড়িয়ে দিলেন ঢাকাই সিনেমার শীর্ষ ও প্রতিবাদী চিত্রনায়িকা পরীমণি। পুত্র রাজ্যকে নিয়ে একটি সুন্দর ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে কাশফুলের ভেতর পুত্রকে জড়িয়ে ধরে আছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ‘শান্তি’।