আজকের বার্তা
আজকের বার্তা

ক্রেডিট কার্ডে গ্রাহকের সোয়া ৩ কোটি টাকা লুটপাট!


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ ক্রেডিট কার্ডে গ্রাহকের সোয়া ৩ কোটি টাকা লুটপাট!
Spread the love

অর্ধশত ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে সোয়া ৩ কোটি টাকা আত্মসাত করেছেন ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার সৈয়দ জহুর আহমদ। এই বিষয়ে তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মলয় কুমার সাহা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের জামালপুর শাখার সাবেক ব্যবস্থাপক (এক্সিকিউটিভ অফিসার) সৈয়দ জহুর আহমদে ২০১০ সালের ২১ নভেম্বর থেকে ২০২২ সালের ১ মার্চ পর্যন্ত জামালপুর শাখায় ক্রেডিট কার্ড এবং আইবিটিএ সফটওয়্যার সম্পর্কিত যাবতীয় কাজ করার দায়িত্ব পালন করেছেন। এ সময় প্রতারণামূলকভাবে তার ও তার স্ত্রী মিসেস উম্মে মরিয়ম ফেরদৌসের নামে ন্যাশনাল ব্যাংক থেকে ইস্যুকৃত ৪টি ক্রেডিট কার্ডের মাধ্যমে মালামাল ক্রয় করেন। এছাড়া ঋণ হিসাবে নগদ টাকা উত্তোলন করেন যা তারা পরিশোধ করেননি।