আজকের বার্তা
আজকের বার্তা

বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা ৯৮ শতাংশ


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২ ১২:৩১ অপরাহ্ণ বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা ৯৮ শতাংশ
Spread the love

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক মন্দার ঝুঁকি ক্রমেই বেড়ে চলেছে। বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি, সুদের হারের মারাত্মক বৃদ্ধিকে কেন্দ্র করে এই আশঙ্কার দেখা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে জানা যায়, ২০২৩ সালে বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা ৯৮ দশমিক ১ শতাংশ। ২০২০ সালের অর্থনৈতিক অবস্থা ও ২০০৮-২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়ও একই ধরনের পূর্বাভাস ছিল। বর্তমানে মূল্যস্ফীতির লাগাম টানতে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়েছে উল্লেখযোগ্য হারে। এতে অর্থনীতিবিদ ও বিনিয়োগকারীরা হতাশাগ্রস্ত হচ্ছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জরিপকৃত ১০ জন অর্থনীতিবিদদের মধ্যে ৭ জন বৈশ্বিক মন্দাকে অন্তত কিছুটা সম্ভাবনা বলে মনে করেন। এদিকে অর্থনীতিবিদরা তাদের প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়ে আনছেন। তাছাড়া খাদ্য ও জ্বালানির মূল্য বাড়ার কারণে যেমন মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাবে তেমন অস্থিরতাও বাড়বে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অর্থনীতিবিদদের ৭৯ শতাংশ মনে করেন এমন পরিস্থিতিতে ধনী দেশগুলোর তুলনায় নিম্ন-আয়ের দেশগুলোতে সামাজিক অস্থিরতা বেশি দেখা যাবে।