আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে বিভিন্ন দাবিতে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২ ২:১৮ অপরাহ্ণ বরিশালে বিভিন্ন দাবিতে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ
Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, মজুরী বোর্ড ঘোষিত ন্যুনতম মজুরী ঘোষণা ও দৈনিক ৮ ঘন্টা কর্মঘন্টা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশালের সোনারগাঁও ট্রেক্সটাইল মিলের প্রস্তাবিত শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী ইউনিয়নের (প্রস্তাবিত) সভাপতি মো. বেল্লাল গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রিয় কমিটির সহ-সাধারন সম্পাদক ইমাম হোসেন খোকন, জেলা শ্রমিক ফ্রন্টের সহসভাপতি দুলাল মল্লিক, টেক্সটাইল শ্রমিক খুকু মণি ও মাসুম গাজী প্রমুখ। বক্তারা বলেন, টেক্সটাইল শ্রমিকদের জন্য ২০১৮ সালে ঘোষিত ন্যুনতম মজুরী এখনও বাস্তবায়ন করেনি সোনারগাঁও টেক্সটাইল কর্তৃপক্ষ। তারা নামমাত্র বেতনে শ্রমিকদের ১২ ঘন্টা বাধ্যতামূলক কাজ করাচ্ছে। শ্রমিক ইউনিয়নের উদ্যোক্তা শ্রমিকদের কর্তৃপক্ষ নির্যাতন করছে। বক্তারা শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করে অবিলম্বে মজুরী বোর্ড ঘোষিত ন্যুনতম মজুরী বাস্তবায়নের দাবী জানান। এর আগে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে গিয়ে শেষ হয়।

অনলাইন সংরক্ষণ এর আরো খবর