আজকের বার্তা
আজকের বার্তা

দুর্নীতি মামলায় হাজিরা দিলেন সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২ ১১:১০ অপরাহ্ণ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী
Spread the love

স্টাফ রিপোর্টারঃ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম আউয়াল ও তার স্ত্রী মিসেস লায়লা পারভীন। মঙ্গলবার বিভাগীয় স্পেশাল মেহেদী আল মাসুদ এর আদালতে হাজিরা দিলেন তারা।

মঙ্গলবার দুর্নীতি মামলায় চার্জগঠনের কথা থাকলেও আসামী পক্ষ সময় চাওয়াতে চার্জগঠন হয়নি। আসামী ৩ নভেম্বর চাজগঠনের জন্য রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্পেশাল জজ আদালতের বেঞ্চ সহকারী মোঃ হারুন অর রশিদ।

মামলার নথি সুত্রে জানা গেছে, ঢাকা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আলী আকবার বাদী হয়ে ২০১৯ সনের ৩০ ডিসেম্বর মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয় পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য এ কে এম আউয়াল ও মিসেস লায়লা পারভীন কে। তিনি মামলায় উল্লেখ করেন আসামীরা পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহার প্রতারনা ও জালিয়াতের মাধ্যমে সরকারী খাস জমি ভুয়া ব্যক্তিদের নামে বন্দবস্ত দেখিয়ে আসামীরা উক্ত জেিমত ১টি দ্বিতল বভন ১ম তলার ছাদ পাকা ও ২য তলায় ছাদ টিনের তৈরী করে দখলে রাখার অপরাধে মামলা হয়।