আজকের বার্তা
আজকের বার্তা

হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২ ১১:০০ অপরাহ্ণ হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
Spread the love

মোঃ জিয়াউদ্দিন বাবুঃ হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় বন্ধু নয়ন বিশ্বাস (১৯) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বরিশালের জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা ওই রায় প্রদান করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম আজাকের বার্তা কে জানান আসামী নয়ন বিশ্বাস ও বাদীর ছেলে সুজন চন্দ্র হালদার ধামুরা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। ঘটনার ১ মাস পর্বে নয়ন বিশ্বাস ও বাদীর পুত্র সুজন চন্দ্র হালদার এর সহিত ক্রিকেট খেলা নিয় ঝগড়া হয়। সেই ঘটনার জের ধরে ২০১৭ সনের ১১ মে বাদীর পুত্র ধামুরা বন্দরে পৌছালে আসামী নয়ন বিশ্বাস তার হাতে থাকা ১টি শক্ত লাঠি দিয়ে খুনের উদ্দেশ্য আঘাত করে। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী সঙ্গে সঙ্গে নয়ন বিশ্বাসকে ধরে ধামুরা পুলিশের কাছে সোপদ করে। বাদীর ছেলে সুজন চন্দ্র হালদারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার শারীরিক অবস্থা অবনতি ঘটে। ডাক্তাররা তাদের ঢাকা নেয়ার পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৭ সনের ১২ মে সকাল ১০ টায় মৃত্যুবরন করেন। এ ব্যাপারে নিহতের বাবা অনিল চন্দ্র হালদার বাদী হয়ে ২০১৭ সনের ১২ মে মামলা দায়ের করেন। ২০১৮ সনের ৯ ফেব্রুয়ারী তদন্ত শেষে মামলার চার্জশীট দেন উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন। আদালত ২৪ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে গতকাল মঙ্গলবার উজিরপুরের জল্লা গ্রামের নারায়ন বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর পরই আসামীকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।