ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ঐতিহাসিক এক স্থাপনা তাজমহল। এটি মুঘল সম্রাট শাহজাহানের এক অমর সৃষ্টি। এই স্থাপনাটি রক্ষায় বিভিন্ন সময় নানা পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে এবার নতুন নির্দেশনা দিল দেশটির উচ্চ আদালত।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, তাজমহলের ৫০০ মিটারের মধ্যে কোনো বাণিজ্যিক কাজ করা যাবে না। আগ্রা উন্নয়ন কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি সঞ্জয় কিষান কৌল ও এএস ওকার বেঞ্চ জানিয়েছে, তাজমহলের সীমানাপ্রাচীর থেকে ৫০০ মিটারের মধ্য়ে সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার জন্য় নির্দেশ দেয়া হয়েছে। এর আগে ২০০০ সালেও একই ধরনের নির্দেশ দেয়া হয়েছিল। তবে সেটা শেষ পর্যন্ত পুরোপুরি কার্যকর করা হয়নি।
যদিও স্থানীয় অনেক ব্যবসায়ীর দাবি, তারা তাজমহলের ৫০০ মিটারের বাইরেই তাদের ব্যবসা বা দোকানপাট পরিচালনা করছেন। কিন্তু অভিযোগ রয়েছে, আগের নির্দেশনা না মেনে তাজমহলের পশ্চিমের দরজার ৫০০ মিটারের মধ্য়েই ব্যবসায়িক কাজকর্ম চলছে।