আজকের বার্তা
আজকের বার্তা

কানাডায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফিওনা


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২ ১২:৪৫ অপরাহ্ণ কানাডায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফিওনা
Spread the love

কানাডার পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফিওনা। এই ঝড়ের প্রভাবে গাছ ও বিদ্যুতের খুঁটি উড়ে গেছে এবং কয়েক হাজার বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
পূর্ব নোভা স্কটিয়ার বিভার দ্বীপে ১৫২ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে নোভা স্কটিয়া এবং প্রিন্স এডওয়ার্ড দ্বীপের কিছু অংশে ঝড়ো বাতাস এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়। প্রবল বাতাসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক জায়গায়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নোভা স্কটিয়াজুড়ে ৩ লাখ ৭৬ হাজার মানুষ বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে। কানাডিয়ান হ্যারিকেন সেন্টার জানায়, তীব্র বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত নোভা স্কটিয়া, প্রিন্স এডওয়ার্ড দ্বীপ এবং ইলেস-ডি-লা-ম্যাডলিনের ওপর দিয়ে ৮০-১১০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইছে। সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার বেগে বিভার দ্বীপের ওপর দিয়ে বয়ে গেছে ঝড়ো বাতাস।