বরিশালে যুবক খুন!
বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিল্ববাড়ি এলাকার বাসিন্দা সাবেক সেচ্ছাসেবক দলের নেতা লিটন সিকদারকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বিকাল সাড়ে ৪ টার দিকে হঠাৎ করেই প্রায় অর্ধশতাধীক প্রতিপক্ষ দেশিয় অস্ত্র নিয়ে প্রবেশ করে লিটনের বাড়িতে। এসময়ে তারা লিটনকে পিটিয়ে হত্যা করে এবং তার গাড়ি পুড়িয়ে দেয়। এ হামলায় লিটনের বোন মুন্নি বেগম ও তার মা মোসাঃ হালিমা খাতুন গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। আহতদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।
সম্প্রতি ড্রেজার চালানো ও চাঁদাবাজিকে কেন্দ্র করে বিল্ববাড়ি এলাকার লিটন শিকদারের বোন মুন্নি বেগমের স্বামী জাকির গাজীকে গৃহবন্দী করে নির্যাতন করে জমি ও অর্থ আদায়ের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমনকি এ ঘটনার প্রতিবাদে কাশিপুর এলাকার একটি পক্ষ মানববন্ধনও করে। পাশাপাশি লিটনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানায় তারা। তবে ঘটনা এখানেই শেষ হয়নি। লিটন ও তার পরিবারের সদস্যদের উপরে প্রতিপক্ষের ক্ষোভ থেকেই যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিকেল থেকেই থমথমে পরিবেশ বিরাজ করছিল ওই এলাকায়।
স্থাণীয়রা জানান, গত ২৩ জুলাই বেড়ানোর জন্য লিটনের বাড়িতে যান জাকির গাজী। সেখানে যাওয়া মাত্রই তার স্ত্রী মুন্নি বেগম ও শ্যালকরা তাকে আটকিয়ে নগদ টাকা, জমি ও ব্যাংক চেক দিতে বলে এবং মোবাইল ফোন নিয়ে যায়। এরপর ৪ দিন সেই বাড়িতে আটকে রেখে তার উপর অমানবিক নির্যাতন চালায়। এমনকি ৪ দিনে তাকে কিছু খেতেও দেয়নি তারা। এতেও তিনি রাজি না হলে অভিযুক্তরা পিটিয়ে পা ভেঙে দেয় ও কারেন্ট শক দিয়ে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, খালি স্ট্যাম্পে ও চেকে স্বাক্ষর নেয়। এরপর গত ২৭ জুলাই জাকিরের পরিবার ৯৯৯ এ কল করলে এয়ারপোর্ট থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গত ৩০ জুলাই বরিশাল এয়ারপোর্ট থানায় জাকির গাজি বাদি হয়ে লিটন শিকদার, মুন্নি বেগম, মোঃ সুজন ও মোঃ সুমনকে আসামি করে একটি মামলাও দায়ের করে।
মামলা হওয়ার পরেই লিটন সিকদার ও তার পরিবার পাল্টা পাল্টি জাকির গাজিকে আসামি করে আরো একটি মামলা করেন। পাল্টাপাল্টি মামলার পরিপ্রেক্ষিতে পরবর্তিতে বিক্ষুব্ধ প্রতিপক্ষ দলবল নিয়ে গতকাল বিকেলে লিটন সিকদারের বসত বাড়িতে প্রবেশ করে এবং বাকবিতন্ডার এক পর্যায়ে লিটন ও তার পরিবারের উপরে হামলা চালায়।
এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির সিকদার আজকের বার্তাকে জানান, এ ঘটনায় লিটন সিকদার নামে এক জন নিহত হয়েছে এবং দুই জন আহত হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরো বলেন, এর আগে লিটন সিকদার ও জাকির গাজি পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। মামলা দয়েরের পরে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। মামলাটি তদন্তাধিন রয়েছে। এর মধ্যে এ হত্যাকান্ড ঘটে।

আপনার মতামত লিখুন
Array