আজকের বার্তা
আজকের বার্তা
বরিশালে ভ্রাম্যমাণ ডিম বিক্রি, ডজনের দাম ১১০ টাকা

বরিশালে ভ্রাম্যমাণ ডিম বিক্রি, ডজনের দাম ১১০ টাকা

বার্তা ডেস্ক ॥  মাহে রমজান উপলক্ষে বরিশালে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে বরিশালের গাজী পোল্ট্রি ফার্ম ও এসএস পোল্ট্রি ফার্ম সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হবে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টায় সুলভ মূল্যে ভ্রাম্যমাণ ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. মো. আবু সুফিয়ান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাইসহ আরও অনেকে। এ সময় জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম সাধারণ ক্রেতাদের হাতে সুলভ মূল্যে ডিম তুলে দেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল আলম জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ডিম বিক্রি এ কার্যক্রম চলবে আগামী ২৭ রমজান পর্যন্ত। বরিশালের গাজী পোল্ট্রি ফার্ম ও এসএস পোল্ট্রি ফার্ম এর উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ডিম বিক্রি করা হবে।  ভ্রাম্যমাণ এ বিক্রি কার্যক্রম থেকে প্রতি ডজন ডিম ১১০ টাকা ক্রয় করতে পারবেন ভোক্তারা। সেক্ষেত্রে প্রতি পিস ডিমের দাম হচ্ছে ৯ টাকা ১৬ পয়সা।

নুসরাতকে খোঁচা দিয়ে মিমির প্রশংসায় পঞ্চমুখ অঙ্কুশ

নুসরাতকে খোঁচা দিয়ে মিমির প্রশংসায় পঞ্চমুখ অঙ্কুশ

বার্তা ডেস্ক ॥  অঙ্কুশ হাজরা এখন দারুণ ব্যস্ত তার আগামী ছবি মির্জার প্রচার নিয়ে। এটা তার প্রথম প্রযোজিত ছবি। আর সেই ছবির প্রচারে গিয়েই এবার অভিনেতা লোকসভা নির্বাচনসহ রাজনীতি ও নুসরাত জাহানকে নিয়ে কথা বলেছেন। এদিন সাংবাদিক তাকে যখন লোকসভা নির্বাচন এবং টালিউড থেকে যারা প্রার্থী হন তাদের প্রসঙ্গ তোলেন, তখন অঙ্কুশ সাফ জানিয়ে দেন, 'অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যারা স্টেজে উঠে খালি কাই কাই করে চ্যাঁচান। বলেন একে চাপকাবো, ওকে চাপকাবো। কিন্তু কাজে নবডঙ্কা। এরা পলিটিক্সের কিছু জানে না।' এর পরই যখন ফের সোজাসুজিভাবে নুসরাত জাহানের নাম করেন, তখন অভিনেতা বলেন, 'ভালো ইন্টারভিউ দিচ্ছি, আবার এসব নাম কেন? থাক না।' এখান থেকেই বেশ বোঝা যায় যে অঙ্কুশ হাজরা তার একসময়ের সহকর্মীর ওপর বেজায় চটে আছেন। এদিন রাজনীতি নিয়ে অঙ্কুশ বলেন, 'কেউ কেউ আছেন যারা সৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসেন। আবার কেউ কেউ আছেন যারা কিচ্ছু বোঝেন না। কিছু না। খালি একটা অলটারনেটিভ ক্যারিয়ারের জন্য চলে যায়। আমি তো এদের অনেককেই বলেছি— যে ইন্ডাস্ট্রি থেকে এসেছো, সেখানেই মাটি শক্ত হলো না; এর মধ্যে আবার অন্য পেশা। আমাদের পেশায় তো আর টাকা কম নয়, তাও যে কেন করে!' সবাই জানেন মিমি চক্রবর্তী অঙ্কুশ হাজরার খুবই ঘনিষ্ঠ বন্ধু। মিমিও একটা সময় প্রত্যক্ষভাবে রাজনীতি করেছেন। যাদবপুর থেকে এমপি হয়েছিলেন, তবে এবার আর ভোটে লড়ছেন না। তাকে নিয়ে অঙ্কুশ এদিন বলেন, 'ও খুব সৎ, যা বলার মুখের ওপর বলে।'  

এক ক্লিকে বিভাগের সব খবর